২নং সাতনালা, চিরিরবন্দর,দিনাজপুর।
চিরিরবন্দর উপজেলা হতে উত্তর দিকে রানীর বন্দর হাইওয়ে উঠে পূর্ব দিকে ১ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ইছামতি নদি ।
0
ইছামতি নদী অতি প্রাচীন একটি নদী এই নদী দিয়ে এক সময় বিভিন্ন ধরনে ছোট বড় কাঠের নৌকা দিয়ে যাতায়াত ও বিভিন্ন ব্যবস্যা বানিজ্য করা হত। বর্তমান নদীটি বিলিন প্রায়। তবে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ইছামতি নদী দেখতে খুবই সুন্দর দেখা যায়।বর্ষার শেষে নদীর দুই ধারের জমিতে প্রচুর ধান আবাদ করা হয়। নদিটির দুই ধারের অসংখ্য পরিবার মাছ ধরে জীবিকা নির্বা করে। ইছামতি নদীর মাছ খুবেই সু-স্বাদু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস